ডিএমপি নিউজ: আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ ২০২২) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘Cricket Celebrates Mujib 100’। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গমনাগমন করবেন।
আমন্ত্রিত অতিথিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার জন্য মঙ্গলবার বেলা ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ডাইভার্শন এলাকা:
১। মিরপুর ১০ নং ক্রসিং হতে সনি ক্রসিং পর্যন্ত।
২। টিএন্ডটি ক্রসিং হতে প্রশিকা ক্রসিং পর্যন্ত।
৩। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের ফিডার রোডসমূহ।
সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
উপর্যুক্ত অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
এ অনুষ্ঠান উপলক্ষে সম্মানিত নাগরিকবৃন্দের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।