লক্ষীপুর, রামগঞ্জ প্রতিনিধি (বেলায়েত হোসেন) : লক্ষীপুরের রামগঞ্জ থানা পুলিশ শুক্রবার বিকেলে আলীপুর সড়ক থেকে চল্লিশ বোতল ফেন্সীডিল সহ আলোচিত পরী বেগমের পুত্র ফারদিন বিন আলমগীরকে আটক করেছে। আটককৃত ফারদিন পৌর নন্দনপুর গ্রামের আলমগীর হোসেন ও আলোচিত ফাতেমা বেগম পরীর পুত্র। এব্যাপারে থানার এস আই সৈয়দ দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা
আরও পড়ুন