অনলাইন ডেস্ক : মঙ্গলবার সকালে খুলনা রেঞ্জ অফিসের কনফারেন্স রুমে ডিসেম্বর- ২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মঈনুল হক বিপিএম(বার), পিপিএম।
অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে সাতক্ষীরা থানার এএসআই জিয়াউর রহমান খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের নিকট থেকে সন্মাননা পুরুস্কার গ্রহণ করেন।
অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) মোঃ নিজামুল হক মোল্যা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা নওরোজ হাসান তালুকদার, খুলনার এসপি মোহাম্মদ মাহাবুব হাসান, যশোরের এসপি প্রলয় জোয়াদ্দার, সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান, নড়াইলের এসপি মোসা সাদিরা খাতুন, কুষ্টিয়ার এসপি মো: খাইরুল আলম, ঝিনাইদহের এসপি মোহাম্মদ আশিকুর রহমান, চুয়াডাঙ্গা র এসপি আব্দুল্লাহ আল মামুন, মাগুরার এসপি মো: মশিউদ্দৌলা রেজা সহ খুলনা সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এর খুলনার ইউনিট প্রধানগণ।