সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আব্দুর রশিদ) : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামে সরিষা ফুলের হলুদ বর্ণে ছেয়ে গেছে পুরো মাঠ। শীতের ভোরে কুয়াশার চাদর মোড়ানো সকালে মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে হলুদের সমারোহ। বর্তমানে জেলার অধিকাংশ মাঠ দখল করে নিয়েছে এই সরিষা। আর তাই কুয়াশায় ভেজা হলুদ ফুল দুলছে মাঠে মাঠে। শীতের কুয়াশায় ভেজা শরিষার গাছ রোদে যেন ঝিকিমিকি করছে। সব মিলে সৃষ্টি হয়েছে এক মনোরম পরিবেশের। সাতক্ষীরার প্রায় প্রতিটি মাঠেই এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধানো বর্ণিল সমারোহ।
এ বছর যা আবাদ হয়েছে তাতে সরিষা চাষে লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার আংশঙ্কা করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি সঠিক দাম পাওয়ার আশায় বুক বেধেছে এলকার কৃষকেরা।
এছাড়া দুর্য়োগ ও জলাবদ্ধতার প্রতিকূলতা রোধ করেও মাত্র ৮০ দিনে চাষীদের ঘরে উঠবে এই সরিষা। তাছাড়া এই সরিষা চাষের মাধ্যমেই বছরে একটি লাভজনক উপার্জন করতে পারছেন কৃষকেরা।
এলাকার একজন সরিষা চাষি কৃষক সলিমুদ্দি জানান, বিগত বছরের তুলনায় এবার ফলন অনেক বেশি হওয়ার আশংঙ্কা করছি। বর্তমান বাজারে তেলের দাম বাড়তি হওয়ায় সরিষা চাষ করে অধিক লাভের আশা করছেন এই চাষি সহ অসংখ্য কৃষকেরা।