দিনাজপুর জেলা প্রতিনিধি (আল আমিন) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর চৌধুরী পাড়া গ্রামের মৃত আবু ইলিয়াস চৌধুরীর ছেলে শরিফুল ইসলাম মিঠুর ভুট্টা ক্ষেতের ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।
শরিফুল ইসলাম মিঠুর ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত রাজা নাসির উদ্দিন চৌধুরীর ছেলে হারিসুল ইসলাম, মৃত খাজা নাজিমুদ্দিন চৌধুরীর ছেলে আব্দুস সালাম চৌধুরী,
ও এনামুল সরকার এর ছেলে রাজু গং এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমা চলছে।
হঠাৎ গত ১৬ জানুয়ারি কে বা কাহারা তার ভুট্টা খেতে ভুট্টার কিছু গাছ কেটে নষ্ট করে। অতঃপর দুর্বৃত্তরা সেখানে আশেপাশে লোকজনের আগমন টের পেলে পালিয়ে যায়। এ ঘটনায় শরিফুল ইসলাম মিঠুর প্রায় ১৫ হাজার টাকার ফসলের ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে শরিফুল ইসলাম মিঠু সাংবাদিকদের জানায়, কে বা কাহারা আমার ভূট্টা ক্ষেতের ক্ষতিসাধন করেছে,
ইতিপূর্বে প্রতিপক্ষরা আমাকে ওই জমিতে ফসল না ফোলানোর জন্য হুমকি প্রদান করেছে।
শরিফুল ইসলাম মিঠু আরও জানায়, আমি আশঙ্কা করছি যে, আমার প্রতিপক্ষরাই দুষ্ট প্রকৃতির লোকজনদের লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।