যশোর, বেনাপোল প্রতিনিধি(রাজিব শেখ) : সীমান্ত পথে ভারতে পাচার হওয়া ভারতের বোম্বে আটক হওয়া ১৭ বাংলাদেশী নারী ও পুরুষকে দীর্ঘ্য ২বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে রবিবার সন্ধায় দেশে ফিরল তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
এদের সকলের বাড়ী বাগেরহাট নড়াইল খুলনা চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় এবং সকলেরই বয়স ২০ থেকে ২৮ বছর এর মধ্যে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, বিভিন্ন সীমান্ত পথ দিয়ে কাজ করার উদ্দেশে ভারতে পাচার হয় তারা। পরে ভারতীয় পুলিশ আটক করে তাদের। আদালতের মাধ্যেমে জেলে পাঠানো হয়। পরে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে রাখে। ২ বছর পর দেশে ফিরল তারা। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে এদের জাষ্টিস কেয়ার ও যশোর রাইটস নামে দুটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে। পরে পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।