সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ সাতক্ষীরা সদরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ও জেলা সরকারি গ্রন্থাগার, সাতক্ষীরার আয়োজনে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী ও সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।