প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে হত্যাসহ ১৫ মামলার আসামি রিয়াজ বাহিনীর প্রধান শুটার রিয়াজুল ইসলাম রিয়াজসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৬ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব জানায়, রিয়াজ একজন পেশাদার খুনি ও অবৈধ অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তিনি রিয়াজুল ইসলাম এবং শুটার রিয়াজ নামেও পরিচিত।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৯ মার্চ রূপগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় আহত হন ২০ জন। ওই সময়ে এলাকায় ব্যাপক ভাংচুর করা হয়।
তার আগে ১৫ মার্চ রূপগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শফিক ও শামীম মল্লিক নামে দুই ব্যক্তিকে তাদের বাসার সামনে অতর্কিতভাবে এলোপাথাড়ি গুলি করা হয়। আবার ২০২১ সালের ২৩ ডিসেম্বর রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বিদ্যুৎ নামে একজনকে এলোপাথাড়ি গুলি করা হয়। সেই গুলিতে পাশের বাড়ির একটি মেয়ের চোখ নষ্ট হয়ে যায়।
এ ঘটনাগুলো রিয়াজ বাহিনীর প্রধান শুটার রিয়াজের নেতৃত্বে সংঘটিত হয়েছে।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁও ও তার আশপাশ এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। তাদের দলের সংখ্যা ১০-১৫ জন। গ্রেফতার রিয়াজের নেতৃত্বে এলাকায় ত্রাস সৃষ্টি করতে তার বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিত।
রিয়াজ বাহিনীর মূলহোতা শুটার রিয়াজের বিরুদ্ধে হত্যা মামলাসহ আরও ১৫ মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানায় র্যাব।