অনলাইন ডেস্ক : আগামী ১০ নভেম্বর মাঠে নামার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। ওই দিন রাজধানীতে দলটির উদ্যোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের জেলা ও উপজেলা আওয়ামী লীগকে ওই কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।
শুক্রবার(৮ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুকে এক পোস্টে এসব কথা জানানো হয়। মুলত, ১০ নভেম্বর দলটি শহীদ নূর হোসেন দিবস পালন করে থাকে। ওই দিন বিকাল ৩ টায় গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন স্বরণে ও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে আওয়ামী লীগ ওই বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছে।
আওয়ামী লীগ সূত্র জানায়, তাদের আত্মগোপনে থাকা নেতারা ওই দিনকে(নূর হোসেন দিবস) সামনে রেখে প্রকাশ্যে আসার চেষ্টা করছেন। এরমধ্যেই তারা(আত্মগোপনে) সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে সরব হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উত্খাতের টার্গেট নিয়ে থানা-ওয়ার্ডসহ বিভিন্ন স্তরে তাদের দলীয় নেতাকর্মীদের মাঠে নেমে আসার সাংগঠনিক নির্দেশনা দিচ্ছেন।
এদিকে, শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আরেকটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে।
শেখ হাসিনার কন্ঠে ঘুরেফিরে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা শোনা যায়। তিনি ট্রাম্পের ছবিসহ প্লেকার্ড হাতে ১০ নভেম্বর আওয়ামী লীগকে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন। হাসিনা বলেন, ১০ অক্টোবর বিক্ষোভ মিছিলে ট্রাম্পের ছবি রাখবা। ট্রাম্পের ছবির ওপর তো হামলা আসবে। ওই ছবি তুলে আমাকে পাঠাইয়া দিবা। আমি ছবি ট্রাম্পের কাছে পাঠাইয়া দিব। তার সাথে আমার লিঙ্ক আছে, যোগাযোগ আছে।
কথোপকথনের অপর ব্যক্তি বারবার-ই বলেন জি আপা। আমরা ১০ তারিখের ভালো প্রিপারেশন, ভালো জমায়েত করার চেষ্টা করছি। সূত্রমতে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এফএম শরিফুল ইসলামের সঙ্গে শেখ হাসিনার ওই কথপোকথন হয়েছে।
শুক্রবারে ওই পোস্টে জানানো হয়, ১০ নভেম্বর বিকাল ৩টায় শহিদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একই সাথে দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।