হবিগঞ্জ জেলা প্রতিনিধি(মোঃ জাফর ইকবাল) : হবিগঞ্জের মাধবপুরে ৪০ বোতল বিদেশী মদ ও ১৮টি বিয়ার ক্যান উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার ২১/০৭/২০২১ ইংরেজি দিবাগত রাতে ১২.২৫ ঘটিকার সময় কাশিম নগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশিষ তালুকদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন ০৩নং বহরা ইউ/পির আউলিয়াবাদ গ্রামে।
গোপন সংবাদ ভিত্তিতে এস আই দেবাশিষ সঙ্গীয় ফোর্স সহ তালুকদার অরুন দেব এর বাড়ির সামনে রাস্তার উপর একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা সহ ৪০ বোতল বিদেশী মদ, পরিমান-১৫ লিটার, ১৮টি বিয়ার ক্যান, পরিমান-৯লিটার উদ্ধার ও মাদক ব্যবসায়ী মোঃ ইমরান মিয়া (২৪) গ্রেপ্তার কের।
মাদক ব্যবসায়ী ইমরান মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার (০২নং চৌমুহনী ইউ/পি) কমলপুর গ্রামের
আক্তার হোসেন এর পুত্র।
এ সংক্রান্তে মাধবপুর থানার মামলা নং-৩৬, তারিখ-২২/০৭/২০২১ খ্রি. ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়।