রাজশাহী জেলা প্রতিনিধি (হাসিবুল রাজিব) : প্রচণ্ড গরমে রাজশাহীতে সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যদের মধ্যে ইফতারি বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
নগরবাসীর জনপ্রত্যাশা পূরণে পেশাদারত্বের সঙ্গে কাজ করা ট্রাফিকসহ অন্য পুলিশ সদস্যদের মধ্যে রোববার নিজে ইফতারসামগ্রী পৌঁছে দেন আরএমপি কমিশনার।
এসময় তিনি পুলিশ সদস্যদের স্বাস্থ্যেরও খোঁজখবর নেন।
ইফতারি বিতরণের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী বিপিএম, উপকমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনসহ আরএমপির জ্যেষ্ঠ কর্মকর্তারা।