সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আজহারুল ইসলাম) : স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ২৫ জুন। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ।
প্রাথমীকভাবে ওই দিন সরকারের মূল আয়োজন থাকবে পদ্মার দুই পাড়ে। পদ্মা সেতু উদ্বোধনের পর বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে জনসভায় মানুষের উপস্থিতি জনসমুদ্রে রূপ নেবে, পদ্মার পাড়ে দশ লক্ষাধীক লোকের সমাগম হবে ওই দিন।
জনসভা সফল করতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু প্রতিদিনই সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চলেছেন এরই ধারাবাহিকতায়-বৃহস্পতিবার ১৬ জুন সন্ধ্যার পর পৌরসভার ৫নং ওয়ার্ড এর চালতেতলার মোড়, মেজ মিয়ার মোড়, টিবি হাসপাতাল মোড়, পার-কুখরালী সরদার পাড়ার মোড়, পার-খুকরালী ঈদগাহ মোড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় সাতক্ষীরা জেলার আগামী দিনের অহংকার জনমানুষের নেতা প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সকলেরই প্রিয়মুখ আসাদুজ্জামান বাবু সকলের উদ্দেশ্যে বলেন, শত বাঁধা উপেক্ষা করে আজ স্বপ্নের পদ্মাসেতু প্রস্তুত।
তিনি বলেন, আগামী ২৫ জুন জননেত্রী আস্থার প্রতিক মমতাময়ী শেখ হাসিনা উদ্বোধন করবেন বিশ্বের বুকে রেকর্ড গড়া স্বপ্নের এই কাঙ্ক্ষিত পদ্মাসেতু। সেলক্ষ্যে ওই দিন পদ্মার দুই পাড়ে উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে দশ লক্ষাধীক লোকের সমাগম হবে। উক্ত জনসভাকে সফল ও সার্থক করতে আপনারা দলে দলে যোগ দিন।
আসাদুজ্জামান বাবু গণসংযোগকালে সকলের উদ্দেশ্যে আরো বলেন, পূর্বের তুলনায় খুব কম সময়ের মধ্যে আমরা পদ্মাসেতু দিয়ে সড়কপথে ঢাকা পৌঁছাতে পারবো, চিকিৎসার জন্য আর কোন রোগী বহনকারী গাড়ি এম্বুলেন্সকে ফেরিপারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না? বা মুমূর্ষু কোন রোগীকে নিদিষ্ট সময়ে ঢাকায় পৌছাতে না পারার কারণে ফেরি ঘাটেই মৃত্যুর মুখে পতিত হতে হবেনা?