নিজস্ব প্রতিনিধি : আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা মানিকতলায় আহম্মাদ আলী সরদারের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু।
এসময় তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে সাতক্ষীরা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করবো। সব সময় আপনাদের সেবায় কাজ করে যাবো। তাই একটি বার আমাকে নারিকেল গাছ প্রতিকে ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করে আাপনাদের কাঙ্খিত সেবা করার সুযোগ দিন।’
নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার আবু বক্কর ছিদ্দিক, সৈয়দ একতিয়ার আলী তিতু, আব্দুল্লাহ আল মামুন রাজু, ইমামুল ইসলাম শরিফ, সিরাজুল ইসলাম, শাফিন আরমান খান প্রমুখ।
নির্বাচনী সভায় উপস্থিত ভোটারদের মাঝে নারকেল প্রতীকের লিফলেট প্রদান করেন মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাছির উদ্দিন।