মানবচিত্র ডেস্ক : সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ সেনাবাহিনীর ভূমিকাসংক্রান্ত মন্তব্যে সতর্কতার পরামর্শ দেন।
তিনি বলেন, “সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, আবার তাদের দায়িত্বের সীমারেখাও অতিক্রম করা যাবে না। তারা আমাদের গর্ব এবং আস্থার প্রতীক। তবে, রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর নাক গলানো উচিত নয়।
তিনি আরও বলেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না।