আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কারাগারে বন্দি দেশটির গণতন্ত্রপন্থী ডি ফেক্টো নেত্রী অংসান সুচি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গত বৃহস্পতিবার(১ জুলাই) সংস্থাটির এক মুখপাত্র একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা যায়, মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরদিন এ আহ্বান জানালো জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি এই আহ্বান জানিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা অব্যাহত আছে। রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখায় জান্তা সরকারের প্রতি ক্ষোভ বেড়েই চলেছে। এমতাবস্থায় গত বুধবার কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাদের মুক্তির পর সুচিরও দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান গুতেরেস।
এ প্রসঙ্গে গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেন, আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি। এদিকে মিয়ানমারে আটক অনেকে এরইমধ্যে বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন। কাছাকাছি একটি অপরাধে সু চিসহ বেশ কয়েকজন রাজনীতিকেরও বিচার চলছে। ক্ষমতাচ্যুত সরকারের স্টেট কাউন্সিলরের দায়িত্ব পালন করা সু চিকে অভ্যুত্থানের দিনই আটক করা হয়েছিল।