অনলাইন ডেস্ক : সিলেটের জনসভা থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২০২২ সালের ভয়াবহ বন্যার সময় সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন বানভাসি মানুষের মাঝে আশার সঞ্চার করেছিলো। সেবার শুধু বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেই ফিরে যান প্রধানমন্ত্রী।
বুধবার আবারো পুণ্যভূমি সিলেট সফর করবেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রতিবারের মতো এবারো নির্বাচনের আগে শাহজালাল ও শাহপরান (র.) মাজার জিয়ারত করে সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেমন অপেক্ষায়, তেমনি উৎসুক সাধারণ মানুষও।
আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। সিলেট শহর জুড়ে সাজ সাজ রব। আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীরা রাতদিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা-এমনটাই আশা স্থানীয় নেতাকর্মীদের।