1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
September 9, 2024, 5:00 am
শিরোনাম
যোগদান করেছেন খুলনা রেঞ্জের নতুন ডিআইজি মোঃ রেজাউল হক ইসরায়েলকে রুখতে মুসলিম দেশগুলোর জোট গঠনের আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন, সভাপতি জাকির ও সম্পাদক তাজাম্মুল শহীদের স্বপ্ন বাস্তবায়ন করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পটুয়াখালীর গলাচিপায় রেকর্ডভুক্ত সম্পত্তি দখল সহ বসত বাড়ি উচ্ছেদের পায়তারা ও জীবননাশের হুমকি গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি, নেতৃত্বে থাকছেন যারা স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, সাতক্ষীরার জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান সাতক্ষীরার এসপি মতিউর রহমান সিদ্দিকী’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক কেজি আইস জব্দ করেছে বিজিবির সদস্যরা গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে রবিবারের মধ্যে কমিটি গঠনের ঘোষণা

সিরাজগঞ্জ জেলায় একই আসনে লড়বেন শ্বশুর ও জামাই

  • আপডেট সময় Sunday, December 3, 2023

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামাই-শ্বশুরের লড়াই দেখার অপেক্ষায় এলাকাবাসী। দলীয় মনোনয়ন না পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়েছেন শ্বশুর আব্দুল লতিফ বিশ্বাস। পাশাপাশি মেয়ের জামাই নুরুল ইসলাম সাজেদুলও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই আসনে জামাই-শ্বশুর স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বেলকুচি-চৌহালীর ভোটার ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

সিরাজগঞ্জ-৫ আসনে জামাই-শ্বশুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় নানা আলোচনা চলছে। তাদের মধ্যে সর্বপ্রথম নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জামাই নুরুল ইসলাম সাজেদুল। তিনি দীর্ঘদিন হলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তিনি বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং মনোনয়নপত্র উত্তোলন করেন।

আর শ্বশুর আব্দুল লতিফ বিশ্বাস আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেন। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলে জমা দেন। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

এই আসনে জামাই-শ্বশুরের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। জামাই নুরুল ইসলাম সাজেদুল বেলকুচি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের ভিপি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

আব্দুল লতিফ বিশ্বাস ইউনিয়ন পরিষদ, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নির্বাচনে আব্দুল লতিফ বিশ্বাস এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৪ সালে এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডল। ২০১৮ নির্বাচনে আব্দুল মজিদ মণ্ডলের ছেলে আব্দুল মমিন মণ্ডল এই আসনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। এবারও তিনি মনোনয়ন পেয়েছেন। জামাই-শ্বশুরের লড়াই দেখার অপেক্ষায় সিরাজগঞ্জবাসী।

এ বিষয়ে নুরুল ইসলাম সাজেদুল বলেন, ‘দলের নেতাকর্মী ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এ ছাড়া আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছি। আশা করি, এমপি হিসেবে আমি বিজয়ী হব।’

আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাপ দিচ্ছেন। তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

এ বিষয়ে বেলকুচি উপজেলার জহুরুল ইসলাম বলেন, ‘বেলকুচিতে আওয়ামী লীগের রাজনীতিতে আব্দুল লতিফ বিশ্বাসের অবদান রয়েছে। এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয়। তবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে তিনি নিশ্চিত বিজয়ী হতেন। কিন্তু যাঁরা দল করেন, তাঁরা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবেন বলে আমার মনে হয় না। জামাই-শ্বশুর প্রার্থী হওয়ায় অনেকেই দ্বিধাবিভক্তির মধ্যে পড়েছেন। দুজনে নির্বাচন করলে নৌকার প্রার্থী সুবিধা পাবেন।’

চৌহালী উপজেলার শহিদুল ইসলাম বলেন, ‘জামাই-শ্বশুর যে-কোনো একজন নির্বাচন করলে নৌকার প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে আওয়ামী লীগের দুটি গ্রুপ আছে। একটি অংশ বর্তমান এমপির সঙ্গে, আরেকটি অংশ জামাই-শ্বশুরের সঙ্গে। তাদের নিজেদের মধ্যে ভোট কাটাকাটি হবে। এ জন্য নৌকা মার্কা সুবিধা পাবে।’

/এম/
« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »

facebook sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttonblogger sharing buttonpinterest sharing buttonemail sharing buttonsharethis sharing button

● সর্বশেষ সংবাদ
১নভেম্বরে এলো ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স
২স্বর্ণার ৫ শিকারে প্রোটিয়াদের হারালো বাংলাদেশ
৩চাঁদাবাজ-মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ
৪দুই দিনে ‘অ্যানিমেল’ সিনেমার আয় ৩ শতাধিক কোটি টাকা
৫বাজারে বিদেশি ফলের দাম কমলেও বাড়েনি বিক্রি
● সর্বাধিক পঠিত
১সব থানার ওসি বদলির নির্দেশ ইসির
২ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ হলে ফাটল
৩আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে নৌকা সমর্থকদের হামলার অভিযোগ
৪সমুদ্র সৈকতের নগরীতে বাজলো ট্রেনের হুইসেল
৫নির্বাচিত হলে খুলনা-৩ আসনকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো: এস এম কামাল
এই ক্যাটেগরির আরো সংবাদ

বাজারে বিদেশি ফলের দাম কমলেও বাড়েনি বিক্রি

চুক্তির ২৬ বছরেও শান্তি আসেনি পাহাড়ে

ভাগ্য বদলের স্বপ্ন কৃষকের

পুলিশভ্যানে ট্রেনের ধাক্কায় কনস্টেবল নিহত

গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী উৎসব

ভূমিকম্পের সময় হুড়োহুড়ি, আহত ২ শতাধিক

ভালোবাসার টানে সাইপ্রাসের তরুণী আশুলিয়ায়

সমুদ্র সৈকতের নগরীতে বাজলো ট্রেনের হুইসেল

● বিশেষ সংবাদ
● নির্বাচন
● জাতীয়
● রাজনীতি
● বাংলাদেশ
● রাজধানী
● অপরাধ
● বিশ্ব
● অর্থনীতি
● মতামত
● খেলা
● বিনোদন
● ক্যাম্পাস
● জীবনযাপন
● বিজ্ঞান ও প্রযুক্তি
● চাকরি
● ভ্রমণ
● ফিচার
● ধর্ম
● কৃষি
● করোনাভাইরাস
● প্রবাস
● সাফল্য
● হরেক রকম
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
🔝

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews