নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’- প্রতিবাদ এবং পূর্ব-ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরে কেন্দ্রীয় ঘোষিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিতে কাউকে দেখা যায়নি। উল্লেখ কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর ৫০টি থানায় অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি।
জেলা ও উপজেলা ভিত্তিক অবস্থান কর্মসূচিতে দলটির সিনিয়র নেতাদের দায়িত্ব থাকলেও অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা দের ছিল নিরব ভূমিকা ও কর্মীদের থেকে নেতা যোগাযোগ বিচ্ছিন্ন।
বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো মহানগরে থানা পর্যায়ে ও দেশের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে ঘোষিত কর্মসূচি পালন করার জন্য তবে অষ্টগ্রাম উপজেলা সদরে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঘোষিত অবস্থান কর্মসূচিতে কোনো নেতার দেখা পাওয়া যাইনি,এই নিয়ে স্থানীয় কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানাগেছে,মেরুদণ্ডহী নেতাদের দিয়ে কমিটি করেছে।আমরা কর্মীরা মাঠে নামতে চাই কিন্তু কোন নেতা পাইনা কার সাথে আমরা নামবো।গ্রেফতার হলে বা হামলা হলে কে আমাদের দায়িত্ব নিবেন।গত কয়দিন আগে ৬৯ জন আসামি হয়ে হাই কোর্ট জজ কোর্টে দৌড়াতে হচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে।শুধু মাত্র আমাদের সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ভাইয়ে সাথে যে কয়েকজন হাজিরা দিতে গিয়েছিল তাদের ভাড়া ও আইনজীবী খরচ সহ বিভিন্ন সহযোগিতা করেছেন বাবু ভাই নিজে থেকেই করেছেন।
এই ব্যাপারে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু র সাথে মুটো ফোনে কথা বলে জানাগেছে,এখন কাউকে দোষা দোষীর সময় নয় আমি দলের দায়ীত্বশীল নেতাদের প্রতি আহবান করছি আপনার সকল বিভেদ ভুলে কেন্দ্রীয় ১০ দফা দাবী বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার দাবি জানাচ্ছি।
বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি উপজেলার দেওঘর ইউনিয়নের ৫ বারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সাথে মুটো ফোনো কথা জানাযায়, বর্তমান বিএনপির কমিটি মেরুদণ্ড হীন তারা কর্মসূচী পালন করবে তো দোরের কথা ১৬ মাসের মধ্যে কমিটির একটি পরিচিতি সভা করতে পারেনি তারা দলের কি নেতৃত্ব দিবে?
এছাড়া ১০ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত বিভাগ অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি/ মানববন্ধন/ প্রচারপত্র বিলি কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাসহ সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন টিমে বিভক্ত হয়ে নেতৃত্ব দেবেন।