টাঙ্গাইল জেলা প্রতিনিধি (গৌরাঙ্গ বিশ্বাস ও বিপ্লব সরকার) : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় জয় কালী মন্দির এ অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শুভ দীপাবলি ও কালী পূজা ।
এই দীপাবলিতে মনের কালিমা মুছে গিয়ে সবার জীবনের সুন্দর গ্রীন দীপাবলীর আলো প্রজ্বলিত হোক। শব্দবাজি না হোক, বাড়িতে যারা প্রবীণ আছে শিশু আছে, পশুপাখি সবার জন্য এভার গ্রীন দীপাবলি শুভেচ্ছা, মনের আলো প্রজ্বলিত হোক, দীপাবলি মানেই মনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সুন্দরভাবে বাঁচা, হ্যাপি দীপাবলি।