ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি(সফিকুল ইসলাম) :
ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে গত ২৮ ডিসেম্বর রবিবার পূর্বহাটি পূর্ব কান্দি তারুণ্যের আলো সামাজিক সংগঠনের পক্ষ হতে ফ্রী ঔষধ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে কয়েকটি গ্রুপে পৃথক পৃথক ভাবে সেবা দিয়ে থাকেন। সেবা গুলোর মধ্যে ছিল, রক্তের গ্রুপ পরিক্ষা , দন্তচিকিৎসা, চক্ষু চিকিৎসা, মেডিসিন বিভাগ, ও ঔষধ বিতরণ।
মেডিসিন বিভাগে নিয়োজিত ছিলেন ডাঃ সাইদুর রহমান সাগর, এম বি বি এস। ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম, এম বি বি এস। চক্ষু চিকিৎসক ছিলেন ডাঃ রুপম সিংহ, ডি এম এস এম এল ও পি। দন্ত চিকিৎসক ছিলেন ডাঃ মিরাজুল হক মোমেন।
এসময়ের চিকিৎসা সেবা পেতে ছুটে আসে আশেপাশের সর্বস্তরের লোকজন এবং লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা সেবা ও ঔষধ নিতে দেখা যায় লোকজনদের।
এ সময়ে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন ক্যাম্পিং এর প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসির উদ্দিন সারোয়ার, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সালাউদ্দিন চৌধুরী। সাথে ছিলেন তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন আনা, সাবেক চেয়ারম্যান জনাব গোলাম জিলানী, ফরদাবাদ ইউনিয়ন এবং সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
পরিদর্শন কালে অতিথিরা বলেন, এধরনের উদ্যোগে নিঃসন্দেহে প্রশংসনীয়।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনা বলেন, এধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সংগঠনের সকল উদ্দোক্তা, সদস্য বৃন্দ এবং যাদের পরিশ্রমে মেডিক্যাল ক্যাম্প সফল হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, সমাজসেবা করাই হলো আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
ফ্রী মেডিক্যাল সেবা ঔ ঔষধ পেয়ে খুবই খুশি ক্যাম্পে আসা সর্বস্তরের জনগণ।