সাতক্ষীরা জেলা প্রতিনিধি (নুরুজ্জামান) : সাতক্ষীরা সদরের সুলতানপুর সাহা পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের পুত্র মোঃ মুস্তাফিজুর গত ইং- ৪-০৯-২০২২ তারিখে যশোরে দুর্বৃত্তদের হাতে নিশংস ভাবে খুন হয়েছে।
এ বিষয়ে মৃতের মেজ ভাই মোঃ মোস্তাকিম বলেন, আমার ভাই মোস্তাফিজুর বর্তমানে খুলনা S.R ফিডে চাকুরী করে এবং সে পূর্বে যশোর এগ্রো ফুডস এ চাকরি করত। আজকে আমরা খবর পেলাম যে, যশোর চাঁচড়া থেকে কয়েকজন দুর্বৃত্তরা গতকাল রাতে আমার ভাইকে ডেকে নিয়ে গিয়ে নিশংস ভাবে তার পায়ের রগ কেটে দেয়। পরবর্তীতে পথচারীদের সহযোগিতায় তাকে যশোরের ২৫০ বেডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমার ভাইযের মৃত্যু হয়েছে বলে জানান।
মৃতের চাচা আব্দুল হামিদ গাজী জানান, মোস্তাফিজুরের মৃতদেহ ময়নাতদন্ত শেষে আমাদের কাছে হস্তানন্তর করেছে এবং আমরা যথাযথ মর্যাদায় তার দাফন কাফনের ব্যবস্থা করছি।
তিনি আরও জানান, আমরা পরিবারের সবাই মোস্তাফিজুরের এই নিশংস হত্যাকান্ডের সঠিক বিচার চাই।