অনলাইন ডেস্ক : ০১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয় সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ মহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা সদর থানা।
তারপর সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। অতঃপর এসপি জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শ্যামল কুমার চৌধুরী, টিআই(প্রশাসন), ট্রাফিক বিভাগ, নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), জাহাঙ্গীর হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন), সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।