সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তি সমাবেশ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু।
সোমবার বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ কুদ্দুসের সঞ্চালনায় এ শান্তি সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার সন্ধ্যায় ইউনিয়নের জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শওকত হোসেন, বর্তমান সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, এহসান বাহার বুলবুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল, জেলা যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, পৌর আ’লীগের কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম মাগরেব, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটন প্রমূখ।