সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের দুটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেযারম্যান আসাদুজ্জামান বাবু।
রাস্তা দুটি হলো, ঝাউডাঙ্গার গোবিন্দকাটি বটতলা মোড় হতে রেউই বাজার পর্যন্ত এবং তালতলা ঈদগাহ মোড় হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা।
গ্রামীন সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় এবং সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দকাটি রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সদর উপজেলা প্রকৌশলী শফিউল আজম, ঠিকাদার নাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেন্দ্রনাথ ঘোষ, ইউপি সদস্য আব্দুল মালেক, আলীগ নেতা আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আজাদ হোসেন প্রমুখ।
এলজিইডি সাতক্ষীরার অর্থায়নে ২৫ লাখ ২৭ হাজার ৭৮১.৮৫ টাকা ব্যয়ে গোবিন্দকাটি ছত্রানো বটতলা হতে রেউই বাজার পর্যন্ত এই রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে।
অপরদিকে তালতলা রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, ইউপি সদস্য মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সরদার নজরুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবিদার রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লেগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাংগঠনিক সম্পাদক মহসেনুল হাবিব মিন্টু রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম।
এলজিইডি সাতক্ষীরার অর্থায়নে ২২ লাখ ৫৫ হাজার ৩৮৬.৪৫ টাকা ব্যয়ে তালতলা আরএন্ডএইচ ঈদগাহ মোড় হতে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে।