জি এম আলমগীর : সাতক্ষীরা শহরের পার্শ্ববর্তী দহাখোলা মেল্লেক পাড়া নামক স্থানে জৈনিক বাইতুল এর কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশু খাদ্য সন্দেশ।
কারখানার নেই কোন ধরনের সাইনবোর্ড, বিএসটিআই এর অনুমোদন ও ট্রেডলাইসেন্স। পচা মিষ্টি ও মিষ্টির গাদ দিয়ে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর শিশু খাদ্য সন্দেশ।
সরেজমিন গিয়ে দেখা যায় শিশু শ্রমিক সহ বেশ কিছু শ্রমিক দিয়ে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে কোভিড 19 এর কোন সুরক্ষা ব্যবস্থা না রেখে ও অনুমোদন বা লাইসেন্স ছাড়াই সন্দেশ তৈরি ও বাজারজাত করা হচ্ছে। সন্দেশ তৈরীর সময় দুধ বা ছানার সাথে মেশানোর জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে এলাকার বিভিন্ন দোকান থেকে ফেরত আসা পচা মিষ্টি ও সন্দেশ।
এছাড়াও কারখানায় কর্মরত শ্রমিকদেরকে সেখানে খালি গায়েই কাজ করতে দেখা যায় এবং তাদের শরীরের বের হওয়া ঘাম খুব সহজেই মিশে যায় খাবারে যা খেয়ে শিশুসহ ক্রেতাসাধারন গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।