সাতক্ষীরা ভ্রাম্যমাণ প্রতিনিধি (খায়রুল বাশার পাঁপন) : সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদর-ই-খুদা, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাতক্ষীরা’র সভাপতি ডা. মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুস সবুর, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ প্রমুখ।
এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও ইন্টার্নী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।