সাতক্ষীরা সদর প্রতিনিধি (নুরুজ্জামান) : আজ সকাল আনুমানিক ১১টার সময় বাকাল খেয়াঘাট মন্দিরের সামনের সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।এ সময় দুইজন গুরুতর আহত হন। তাদের দুই জনেরই অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় লোকজন এর সহায়তায় আবু হুরায়রা(৩৫)ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস(২৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আবু হুরাইরা বলেন, তিনি ও তার স্ত্রী এবং তাদের ছোট বাচ্চা ছেলেকে নিয়ে আলিপুর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে আনুমানিক ১১ টার সময় বাকাল খেয়াঘাট মন্দিরের সামনের সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়ক দিয়ে বাইক চালিয়ে আসতে ছিলেন।
এমন সময় রাস্তার পাশ দখল করে গড়ে ওঠা বেলাল ট্রাক ওয়াস(রাম্প) হতে শেখ এন্টারপ্রাইজের (মালিক আলহাজ্ব শেখ শাহবাজ আলী) একটি ট্রাক ( যশোর- ট- ১১-০৫৮৩) উল্টোভাবে এসে সজোরে অতর্কিতভাবে আমার চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় আমিও আমার সাথে থাকা দুই বছরের বাচ্চা ও স্ত্রী রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।
সরেজমিনে গিয়ে জানাযায় ট্রাকটি বেলাল ওয়াশ থেকে একজন হেলপার বাইরে বের করার সময় অসতর্কতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে এতে মোটরসাইকেল আরোহী কোন দোষ নাই।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই সকল ট্রাক ওয়াস র্যাম্পের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর আগেও কয়েকবার এমন দুর্ঘটনা ঘটেছে।
এই বিষয় নিয়ে ইটাগাছা ফাড়ির এস আই জনাব লিটন এর সাথে মোবাইলে কথা বলে জানা যায় তিনি ঘটনাস্থলে গিয়ে ছিলেন কিন্তু সেখানে ট্রাক ড্রাইভার অথবা হেল্পার কাউকে খুঁজে পাননি। ড্রাইভার ট্রাক রেখে পালিয়ে গিয়েছে। এই ধরনের ঘটনার যথাযথ শাস্তির দাবি এলাকাবাসীর।