প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর তাঁতী লীগের পূর্বের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ইং- ২৪/১২/২০২০ তারিখে বাংলাদেশ তাঁতী লীগ সাতক্ষীরা জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক জি এম আলমগীর হোসেনের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাতে বলা হয়, “এতদ্বারা সাতক্ষীরা পৌর তাঁতী লীগের পূর্বের আহবায়ক কমিটির সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের এক বিশেষ বর্ধিত সভায় সর্বসাধারণের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যেঃ সাতক্ষীরা পৌর তাঁতী লীগের আহবায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করার উদ্দেশ্যে উক্ত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হইল”।
নির্দেশক্রমেঃ সভাপতি কাজী মারুফ, ও সাধারণ সম্পাদক, শেখ আলমগীর হোসেন, বাংলাদেশ তাঁতী লীগ সাতক্ষীরা জেলা শাখা।
উল্লেখ্য যে, পৌর তাঁতী লীগের পূর্বের আহ্বায়ক কমিটিতে ছিলেন, আহবায়ক প্রভাস গাইন (পলাশ), সদস্য সচিব ইমরান আহমেদ (ইমন), যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক মো: আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক টুকু মেম্বর প্রমূখ।