সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আগামী ১৪ই ফেব্রুয়ারী সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনেনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক কে বিজয়ের লক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের মাঠপাড়া-আমতলা-নারকেলতলা-কাটিয়া টাউন বাজারসহ বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে গণসংযোগ করেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদস্য আলহাজ্ব এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনছান বাহার বুলবুল, প্রধানমন্ত্রী বিশ্বরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, শফিকুল ইসলাম ময়না, আশরাফুল ইসলাম ছোট ময়না প্রমুখ।
নির্বাচনী গণসংযোগ কালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সাধারণ ভোটাদের সামনে তুলে ধরেন। এবং আগামী ১৪ই ফেব্রুয়ারী সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনেনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক কে বিজয়ী করার লক্ষে ভোট প্রার্থনা করেন।