অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান’র তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে থানার এসআই সৈকত মল্লিক সঙ্গীয় এএসআই(নিঃ) নারায়ন চন্দ্র মন্ডল ও ফোর্স সাতক্ষীরা থানাধীন নারকেলতলা মোড়স্থ জনৈক মোনার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি চোরাই লোহার রড ও ভ্যান বেচা-কেনার উদ্দেশ্যে অবস্থান করিতেছে মর্মে তথ্য পাইয়া ১৮ জুন, ২০২৩ তারিখ রাত ১৯.২০ ঘটিকায় বর্ণিত ঘটনাস্থল থেকে ২/৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী- ১. মোঃ আব্দুল গনি(৩৩), পিতা-মৃত সাত্তার মোড়ল , বর্তমান সাং- মধুমোল্লারডাঙ্গী, বদরউদ্দীন মিস্ত্রি এর জামাই, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন।
এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ১২০ কেজি লোহার রড, যাহার মূল্য অনুমান ৭,৮০০/- টাকা এবং একটি পুরাতন তিনচাকা বিশিষ্ট চার্জার ভ্যান, মূল্য অনুমান ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে থানায় ধৃত ও পলাতক আসামীদের বিরূদ্ধে চুরি রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।