অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান’র তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম’র নেতৃত্বে থানার এসআই আমিরুজ্জামান সঙ্গীও এএসআই ইয়ার আলী ও ফোর্স একটি বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৬ মে, ২০২৩ইং ২২:১০ ঘটিকায়
সাতক্ষীরা থানাধীন কুশখালী (দক্ষিনপাড়া মক্তব মোড়) সাকিনস্থ মোঃ ইব্রাহিম মোল্যা এর বসত বাড়ী থেকে আসামী- ১) মোঃ ইব্রাহিম মোল্যা(৬০), পিতা-মৃত মোহর আলী মোল্যা ,স্থায়ী: গ্রাম- কুশখালী (দক্ষিনপাড়া মক্তব মোড়) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ৭০(সত্তর) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ২১,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।