সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-০৮/০৪/২০২৩ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই মোঃ সেকেন্দার আলী সঙ্গীও ফোর্সের সহায়তায় ০১:০৫ ঘটিয়ায় সাতক্ষীরা থানাধীন ভোমরা কাষ্টম অফিসের ওয়াল সংলগ্ন বেলা জিওর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ রাজু আহম্মেদ(৩৮), পিতা- মোঃ বেল্লাল হোসেন , গ্রাম- কামালনগর (দক্ষিণপাড়া) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর কে গ্রেফতার করেন।
এ সময় ধৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তার হেফাজত হইতে ৫৩০ পিচ মাদকদ্রব্য Tapendatol Teblate উদ্বার পূর্বক জব্দ করা হয়, যাহার মূল্য অনুমান ১,০৬,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।