অনলাইন ডেস্ক : সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ০৯ বোতল ফেনসিডিল ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোট ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে ইং-৩১/০১/২০২৩ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই সাঈদুজ্জামান সঙ্গীও এএসআই রাকিবুল ইসলাম, এএসআই আব্দুল আলিম, রাত্র ২১.৩০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন মাগুরা ফুলবাড়ী মিন্টু ইট বাটার সামনে ইটের সিলিং রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আজমীর হোসেন (২৮), পিতা- মৃত. আকবর সরদার, সাং- মাগুরা ২। মোঃ জুয়েল হোসেন (২৪),পিতা-মোঃ জব্বার হোসেন, সাং-মাগুরা ফুলবাড়ী, ৩। মোঃ নয়ন হোসেন (২১), পিতা-মোঃ রব বাবু,সাং- মাগুরা, থানা ও জেলা সাতক্ষীরাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় ধৃত আসামিদের হেফাজত হইতে পৃথকভাবে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়, যাহার মূল্য ১৫,০০০ টাকা।
২য় অভিযানে সাতক্ষীরা থানার এসআই ফকির জুয়েল রানা এসআই শাহানুর আলম, এএসআই গোলাম মোস্তফা , এএসআই জিয়াউর রহমানের সঙ্গে ফোর্সের সহায়তায় ইং ০১/০২/২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে হইতে আসামি নুর আলম ওরফে সাদ্দাম, পিতা- মৃত রমজান আলী, সাং-দেবহাটা, এবং রায়হান কবির, পিতা-নূর ইসলাম, সাং কোড়া, থানা- দেবহটাদ্বয়কে কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামী নুর আলম এর হেফাজত হইতে ০৯ বোতল ফেনসিডিল, এবং রায়হান কবির এর হেফাজত হইতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন, যাহার মোট মূল্য ৪২,৫০০/-টাকা।
এছাড়াও থানার এসআই সেকেন্দার আলী সঙ্গীও ফোর্স সহ মাধবকাটি এলাকায় অভিযান পরিচালনা করিয়া সঙ্ঘবদ্ধ চোর চক্রের ০১ জন সদস্যকে একটি চোরাই ইজিবাইকের বিভিন্ন খোলা অংশ সহ গ্রেপ্তার করেন।
এ সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে।