অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি ব্যাটারী চালিত ভ্যান সহ ৩ চোরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে ইং-২২/১২/২০২২ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই মোঃ শাহাজালাল, সঙ্গীয় এএসআই মোঃ জিয়াউর রহমান, এএসআই মোঃ গোলাম মোস্তফা সহায়তায় ১০.৪০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন বকচরা বাইপাস লল চাইনিচ এন্ড রেষ্টুরেন্ট এর সামনে জামতলা টু মেডিকেল মোড় যাওয়ার বাইপাস পাকা রাস্তার উপর হইইতে আসামী ১. মোঃ মনিরুল ইসলাম ভেদল(৪৫), পিতা- মৃত লোকমান সরদার, গ্রাম- রইচপুর, ২. মোঃ নূর ইসলাম(২২), পিতা- মোঃ মনিরুল ইসলাম ভেদল, গ্রাম- রইচপুর, ৩. মোঃ সাগর হোসেন(২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম , গ্রাম- খানপুর, সর্ব থানা- সাতক্ষীরা সদর, জেলা – সাতক্ষীরাদের গ্রেফতার করেন।
এ সময় গ্রেফতার কৃত আসামীদের হেফাজত হইতে ০৩ টি ব্যাটারী চালিত ভ্যান মূল্য অনুমান ১,১৫,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।