অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং- ১৫/১২/২০২২ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই দেব কুমার দাস, এসআই তন্ময় কুমার দেবনাথ সঙ্গীও ফোর্স রতন কুমারের সহায়তায় ১৬:৩০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন কুচপুকুর গ্রামস্থ সঙ্গীতা মন্ডল এর কৃষি জমির সামনে মেডিকেলগামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মহিবুর @ সোবহান (৪৮), পিতা-মৃত আঃ আজিজ, সাং বাশদাহ মাঝেরপাড়া, থানা ও জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন।
এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ১০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরূদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।