অনলাইন ডেস্ক : সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জনকে এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান’র তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার চৌকস অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-০৯/০১/২০২৩ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই শাহজালাল, এএসআই জিয়াউর, এএসআই গোলাম মোস্তফা সঙ্গীও ফোর্সের সহায়তায় রাত ০৮.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন রেউই গ্রাম থেকে আসামী- ১৷ মোঃ গোলাম রসুল(২০), পিতা-মোঃ রেজাউল মোল্লা, স্থায়ী: গ্রাম- ক্ষেত্রপাড়া (ইউপি-জয়নগর), উপজেলা/থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা কে গ্রেফতার করেন।
এসময় ধৃত আসামীর নিকট হতে ০১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এছাড়াও থানার বিশেষ অভিযান টিমের অফিসার ও ফোর্স অত্র থানাধীন বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।