সাতক্ষীরা তালা প্রতিনিধি (সাইদুর রহমান) : শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদের দিনগত রাত আনুমানিক ৩ টার দিকে সাতক্ষীরা তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারে রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কয়েক লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দেবাশীষ দেবনাথের ভাতিজা পলাশ দেবনাথ জানান, আনুমানিক রাত ৩ দিকে কে বা কারা আমাদের মুদি দোকান ও কাকা’র (দেবাশীষ) বস্ত্র বিতানের দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। দুই দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ২৫ হাঁজার টাকা নেয়। এরপর কাকা দেবাশীষ দেবনাথের রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে আগুন ধরিয়ে দেয়। গভীর রাত হওয়ায় আমরাসহ স্থানীয়রা বুঝে উঠার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য শামসুল হক মোড়ল জানান, বাজারের দোকান মালিকদের গাফিলতির কারনে বাজারে নাইট গার্ড স্থায়ীভাবে রাখা সম্ভব হয় না।
এ রিপোর্ট লেখার সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিক দেবাশীষ দেবনাথ তালা থানায় অবস্থান করছিলো। থানায় লিখিত অভিযোগ দাখিল করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) মাননীয় সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, ইউপি সদস্য শামসুল হক মোড়ল প্রমুখ ।