সাতক্ষীরা তালা প্রতিনিধি (সাইদুর রহমান) : সাতক্ষীরা তালার মোবারকপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই দিন ব্যাপি ক্রিড়ানুষ্ঠানের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে মোবারাকপুর ঈদগাহ ময়দানে ক্রিড়ানুষ্টানের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি,উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
তালা সদর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো: ইকবল হোসেন শেখের সভাপতিত্বে ও মোঃ মনিরুল ইসলাম সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জীনিতুল্লাহ মোড়ল জিন্নাত, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, তালা সদর ওয়ার্ডে ইউ,পি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, যুব সংহতীর তালা সদর ওয়ার্ডের সভাপতি মোঃ বাহারুল ইসলাম।
আলোচনা সভা শেষে দুদিনব্যাপী ক্রিড়ানুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি গরীবের বন্ধু সাংবাদিক এস, এস নজরুল ইসলাম।