প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। গত শনিবার পাটকেলঘাটা বাজার থেকে তাদের আটক করা হয় ।
আটক ব্যক্তিরা হলেন তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মোঃ কোমর উদ্দিন গাজীর ছেলে মোঃ লতিফ গাজী (৩৯) একই গ্রামের চান সরদারের ছেলে মোঃ জিয়াউর রহমান (৪২)।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বেলা ১১ টার সময় র্যাব সদস্যরা পাটকেলঘাটা বাজারের গোডাউন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ এর সামনে হতে লতিফ ও জিয়াউরকে আটক করে।
এ সময় তাদের নিকট থেকে ৫৪০ পিস ইয়াব ট্যাবলেট, ২ টি মোবাইল ফোন, ২ টি সিমকার্ড, নগদ ৫৭৫ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলা নং ৫, তারিখ ১৬/১০/২০২১ ইং।