সাতক্ষীরা তালা প্রতিনিধি (সাইদুর রহমান আকাশ) : সাতক্ষীরা তালার খেশরা ইউনিয়নের কলাগাছি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতুয়া সম্প্রদায়ের গুরু হরিচাঁদ ঠাকুর স্মরনে মতুয়া সম্প্রদায়ের ২৩তম মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
কলাগাছি মতুয়া সম্প্রদায়, দর মুড়াগাছা মতুয়া সম্প্রদায়, মাদরা মতুয়া সম্প্রদায়, সোনাবাধাল মতুয়া সম্প্রদায়, পার মাদরা মতুয়া সম্প্রদায় এবং রাজাপুর মতুয়া সম্প্রদায় এর সমন্বয়ে মোট ৬টি দল এতে অংশগ্রহণ করে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি উপরিক্তো ৬টি দল মনোমুগ্ধকর ঢোলবাদন প্রদর্শন করে। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক হরিদাস মন্ডল ও গোপাল মন্ডল।
মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন খেশরা ইউপি সাবেক চেয়ারম্যান রাজিব হোসেন রাজু ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোড়ল শামসুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সেলিম রেজা মোড়ল, ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, কৃষক লীগের আহ্বায়ক প্রভাষক এস. আর আওয়াল, ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আব্দুল হক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহিম হাসান মিলন, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, সাকিব হোসেন অমি প্রমুখ।