অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান (প্রশাসন ও অপরাধ), সাতক্ষীরা’র তত্ত্বাবধানে মোঃ ইয়াছিন আলম চৌধুরী, আফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সাতক্ষীরার নের্তৃত্বে ইং ২০/০৮/২০২১তারিখ ০১.৪৫ ঘটিকার সময় এসআই মোঃ মোস্তফা আলম, এসআই মোঃ আনিছুর রহমান, এসআই মোঃ আরিফুর রহমান ফরাজি, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ইমামুল মোল্লা, কং বাবুল হোসেন, কং রাজিব শেখ, কং নজরুল ইসলাম সাতক্ষীরা থানাধীন কাশেমপুর সাকিনস্থ জনৈক শুকুর আলীর ইটভাটার সামনে সাতক্ষীরা মেডিকেল কলেজ টু বিনেরপোতা গামী পাকা রাস্তার উপর অভিযান চালায়।
এসময় ডাকাতির প্রস্তুতি নেওয়া অবস্থায় আসামি ১। আলামিন ইসলাম শান্ত (৩৮), পিতা- লুৎফর রহমান কারীকর, গ্রাম- পলাশপোল, ২। রাব্বি শেখ(১৯), পিতা- রবিউল শেখ, গ্রাম- ইসলামকাঠি, থানা- তালা, এ/পি সাং-পলাশপোল, উভয় থানা ও জেলা- সাতক্ষীরাদ্বয়কে ১) দুইটি চাইনিজ কুড়াল, ২) একটি হাতুড়ি, ৩) একটি প্লাস, ৪) একটি সেলাই রেঞ্জ, ৫) একটি কালো রঙ্গের বাটনযুক্ত আইটেল মোবাইল ফোন ও ৬) একটি লোহার তৈরি জিআই পাইপসহ আটক করেন।
এই সংক্রান্তে উল্লেখিত আসামি সহ অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।