অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত যুবকের নাম মোঃ মজনু সরদার (৪০)।সে কুশখালি ইউনিয়নের মোস্তফার ছেলে।ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে এসআই/পিন্টু লাল দাস, এএসআই আবু সুফিয়ান, কনস্টেবল ইউসুফ লেলিন ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ মজনু সরদার(৪০) কে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ আপডেট সাতক্ষীরা কে জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। যাহার মামলা নং ২৮ তা:২৭/১১/২০২৩ খ্রী: ওসি ডিবি আরো জানান আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।