সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার শারদীয় দূর্গাপূজার বিভিন্ন মন্ডপে মন্ডপে পরিদর্শন করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে মন্ডপে পরিদর্শন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান,
উপ পরিচালক স্থানীয় সরকার মাশরুবা ফেরদৌস, সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্ডপ পরিদর্শনকালে অতিথিরা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। যার ধর্ম সে পালন করবে। সনাতনধর্ম্বীদের শারদীয় দূর্গাপূজা একটি বড় উৎসব। কোভিড ১৯ এর সবাই সচেতন থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরিধান করবেন।