নিউজ ডেস্ক : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতি করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার। সভায় পুলিশ সুপার আশাশুনি ও শ্যামনগরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সততার সহিত পেশাগত দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট এলাকার সার্কেলগণ ও অফিসার ইনচার্জ দের ধন্যবাদ জানান পুলিশ সুপার।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার ।সভায় ভালো কাজে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরি তে ক্রেস্ট ও সন্মাননা সনদ প্রদান করেন পুলিশ সুপার।
উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন সজীব খান, কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এমএন মোহাইমেনুল রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর ইকবাল হোসেন, তালা সার্কেল সিনিয়র এএসপি হুমায়ুন কবির, দেবহাটা সার্কেল এএসপি এসএম জামিল আহম্মেদ, বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমান, অপরাধ শাখার ইনচার্জ দেলোয়ার হুসেন, টিআই কামরুজ্জামান বকুল, সদর থানার ওসি মেহাম্মদ গোলাম কবির, ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী সহ সকল থানার অফিসার ইনচার্জ উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।