অনলাইন ডেস্ক : আজ ২৭ নভেম্বর ২০২২ ইং তারিখ সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মনিরুজ্জামান পুলিশ সুপার, সাতক্ষীরা। পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুল মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে নায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার সাতক্ষীরা জেলার কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), সাতক্ষীরাকে অভিনন্দন ও সম্মাননা পুরস্কার প্রদান করেন। এছাড়া তিনি পুলিশ লাইন্স মাঠে নিয়মিত ক্রিকেট খেলার লক্ষ্যে পুলিশ সদস্যদের মধ্যে ১০ টি ক্রিকেট ব্যাট প্রদান করেন।
অদ্যকার কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।