অনলাইন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভ্রাতা শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন “শেখ রাসেল দিবস-২০২১” উপলক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের সম্মেলন কক্ষে ’শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্য নিয়ে প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে ’শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।