অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলা পরিষদ সাধারণ নির্বাচন- ২০২২ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে ১৪ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক সহ ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে সততা, নিরপেক্ষতা এবং সাহসিকতার সাথে তাদের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন,উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পেশাদারিত্বের সহিত ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।