সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আজহারুল ইসলাম) :
সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জেলা পরিষদ চত্বরে সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
এসময় প্রধান মন্ত্রীর উপহার হিসেবে চিনি, তেল, সেমাই, দুধ, শাড়ী/লুঙ্গী বিতরণ করা হয়।
সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এস, এম খলিলুর রহমান।