প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা তাঁতী লীগের আয়োজনে ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি মিলন রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অদ্যক্ষ আবু আহম্মেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম এবং শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুভ্রত কুমার ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আফসার উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি জাবেদ হোসেন টিপু, জাহিদ হোসেন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জনিয়ার শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জি এম আলমগীর হোসেন মিঠু এবং পৌর তাঁতী লীগের সাধারন সম্পাদক জুয়েল প্রমুখ।