নিজস্ব প্রতিনিধি : সারাদেশ যখন করোনার থাবায় বিপর্যস্ত এর মধ্যে ডেঙ্গুও মানুষের সচেতনতার অভাবে সবখানে প্রভাব বিস্তার করে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে জনগণের সরকার আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের নেতাকর্মী ও সংগঠনকে নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকায় জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য। সেই নির্দেশনার আলোকে সাতক্ষীরা জেলা তাঁতী লীগ আজ সাতক্ষীরা জেলা জজ কোর্ট এলাকায় জনসচেতনতা মূলক প্রচার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে। এসময় তাঁতী লীগের সাথে একাত্ব হয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচি সফল করার জন্য সাতক্ষীরা জজ কোর্ট ও আশেপাশের এলাকায় জনসচেতনতা তৈরি ও মশার ওষুধ ছিটানোয় অংশ নেন।
আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, প্রচার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. অনিত মুখার্জি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, জনসংখ্যা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সদস্য জিয়াউর রহমান বাচ্চু, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পী, এ্যাড. শাহেদুজ্জামান শাহেদ, সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রণজিত ঘোষ, সদস্য কর্ণ বিশ্বাস কেডি, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সিনিয়র সহ সভাপতি মিলন রায়, সহ সভাপতি কাজী তরিকুল ইসলাম শুভ্র, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলামিন, সদর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিয়াদ হোসেন ও অন্যান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে সাতক্ষীরা জেলা তাঁতী লীগ ব্যক্তি পর্যায়ে সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান ও এ ধরনের কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।